(১)
খুঁটিনাটি হিসেবের পরে
গোটা রাজপথ জুড়ে ছড়িয়ে দিয়েছি সুর,
আমার মোঙ্গল মেয়ে পুজো পুজো গন্ধমাখা
হেঁটে গেছে তারপর রেশমি বিস্তারে
সব খানাখন্দ, সমস্ত কোটর
পেরিয়ে গিয়েছে চলে
আনন্দনগরে
(২)
তারপর বসেছি কাগজ আঠা নিয়ে
জুড়ে দিচ্ছি
সমস্ত জানালা, সব আস্তাকুড়
গোলাপি বলয়, সান্ধ্যনীড়,
সব জুড়ে যে কোলাজ
তাতে বিস্তীর্ণ রংধনূ
এঁকেছে আনন্দনগর