পাখি উড়ে চলে যায় শীতার্ত বিকেলে
অধ্যবসায় সংযম টানাপোড়েন যা
কিছু তার বাকি নেই বিগতযৌবনে
পাখি শুধু উড়ে যায় বিরক্ত বিষ্ময়ে


রাত জেগে শেখা এত সিঁড়ি ভাঙা অঙ্ক
ভোরের শিশিরে আঁকা সাইক্লিক পথ
চোয়ালে চোয়ালে কত বিষুব প্রতিজ্ঞা
শশব্যস্ত পরীক্ষার নির্ঘুম প্রহর


সমস্ত সফলকাম জাবেদা খাতায়
হিসেবের তাড়িতিক নিকষ সংযোগে
হারানো বিকেল আর ফেরত পাবেনা
ফিরে যদি আসে, আসে প্রশ্নচিহ্ন হয়ে,


বল তুমি, কোথা থেকে এল এত রক্ত?
বল তুমি, এই তুমি চিনেছিলে পথ?