অঙ্ক খাতায় তুলতে জাদু
কলমে চলত অশ্বক্ষুর,
হাতের তেলোয় জবজবে ঘাম
আজকে তুমি স্মৃতি মেদুর।


উনুনেতে ঠেলছ রোজ
চ্যালাকাঠ আর জীবনবোধ,
পরছে মনে ফিজিক্স ল্যাবের
ঘুলঘুলিতে চৌকো রোদ।


পরছে মনে প্রথম বেঞ্চ
স্কুলের দোরের বিশাল থাম,
বাৎসরিকীর আগমনী,
মেধাবৃত্তির নগদ খাম।


ঝড়ের মতই জীবন গেল
এখন খানিক স্তম্ভিত,
টলমলো জল আয়ত সাগর
সুখের ধারায় রঞ্জিত।


সম্মোহনের রাত্রিতে
জাগছে আরেক পড়ার ঘর
ছুটছে আরেক অশ্বারোহী
নিমগ্ন এক জাতিশ্মর।


বিজ্ঞাপনে জ্বলছে মুখ
নিঝুম পাড়া সন্নাটি-
"বিশ্বজয়ী হবে দেখবেন
আপনারও কন্যাটি।"