কাল বিকেলের বৃষ্টিটা
টুপ্টাপ থেকে ঝিরঝির হয়ে
যখন সদ্দ্যোত্তীর্ন আধুনিক কবিতায়-


গম্ভীর আকাশ হঠাৎই বিদীর্ণ
ঝলকানির চাপল্যে।
ঠিক তক্ষুণি টের পেলাম-
রাস্তায় আমি একা।


তিনতলার বিছানায় বসে
ভিজছ তুমিও মনে মনে,
শতাব্দীপ্রাচীন কোনো বৃষ্টিস্নাত রাতে
এক উস্কোখুস্কো যুবক
তোমাকে মেঘ ভেবে চুম্বন করেছিল-
এই রাস্তায়, একা একা।