ঘাড়ের রোঁয়া ফুলিয়ে পাড়ার মোড়ে
রোজ অশ্রাব্য চীৎকার করে যে যুবক
আজ দাঁড়িয়ে আছে চিত্রার্পিত
নিস্পন্দ বিহবল লজ্জাতুর চোখে।
ভীড়ের মধ্য থেকে রসিক কেউ
তাকে ছুঁড়ে দিয়েছে একটি লাল গোলাপ-
আজ যে ভ্যালেনটাইন্স ডে।


ভ্রষ্ট তারার মতো ফিরছিল বিগতযৌবনা নারীটিও
নষ্ট রাতের পরেই আসে বিষন্ন সকাল।
সভ্যতার ক্রুর নিষ্পেষণে চির ভ্রুকুটিময় তার মুখ-
হঠাৎই হলো আরক্ত।
দাঁড়িয়ে পড়েছে চিত্রার্পিত
নিস্পন্দ বিহবল লজ্জাতুর চোখে।
রাস্তার আত্মবিস্মৃত উন্মাদ ছেলেটি
হাতে ধরিয়ে দিয়েছে তার একটি লাল গোলাপ-
আজ যে ভ্যালেনটাইন্স ডে।