এই মেয়েটা, নে হাত ধর
বলনা কোথায় বাঁধবি ঘর-
ঊনকোটির চুড়ায় নাকি
নীরমহলে রূদ্রসাগর?
এই মেয়েটা তোর পাছড়ায়
বুনবি রে কোন স্বপ্ন বল!
জম্পুই এর শৈলশিরায়
মেঘের মাদল বাজাই চল।
রাতের কূহকে স্বজন হারা
যাজ্ঞসেনী হোসনে তুই
তোকে নিয়ে ভেলা ভাসাবো হেলায়
মন্দ্ররবে বাজবে মাভৈঃ।
এই মেয়েটা তোর পিয়া বুঝি
গহীন বনে ক্যাম্পে রয়
ভুল করে বুঝি তোকে ভুলে গেছে
মন্ত্রগুপ্তি শপথ বয়!
তোর জন্য কেন্দ্রে রাজ্যে
স্ংরক্ষণ আর ভাতার ঢল
হায় পোড়ামুখী এই সোনাদেশে
সম্বল তোর লোটাকম্বল।
এই মেয়েটা রুদ্ধ্দ্বারে
আগলাস কোন যখের ধন?
চোখ মেলে দেখ এই পৃথিবীর
পরতে পরতে মহাজীবন
সুদূরপিয়াসী এক বানভাসি
তোর দুয়ারে দাঁড়ায়ে বল-
মহাজাগতিক, দুর দেশে যাবে
স্বপন ভেলার নে পাল তোল।।