অর্বাচীন, মাত্রাজ্ঞানহারা পথিক
চেয়েছিল আকাশের দিকে
কোনো এক পড়ন্ত বিকেলে,
সোনালী রথে চড়েছে মেঘ,
বাতাশে মৃদু হিমেল প্রশ্রয়-
কোথাও বৃষ্টি হচ্ছে!


নিতান্ত অভ্যাসবশেই
চোখ ফেরে পাথুরে বাস্তবে,
পথিক প্রতিবিম্ব খোঁজে
অসমতল, কংক্রিটময় পথে।
দিকচক্রবালে রামধনূ,
ডানা মেলেছে মেঘ,
উড়ে যাবে স্বপ্নের দেশে।


অতএব, শেষ সম্বল হ্যালুসিনেশন্-
একটি নিঁখুত, নিটোল মোরাম বিছানো পথ।
নিশ্চিতই জেনেছে (অভিমানী!) পথিক মেঘের মাত্রাজ্ঞান-
সব মেঘে, সব খানে বৃষ্টি হয়না।