রঙওয়ালার সনে নিগোসিয়েশনে জিততে হয়, /
সাজিয়েছি রঙে রাজপ্রাসাদে লীন মিথ্যে ভয়। /
সবুজ তোরণ হলুদ আর লালে ঝিকমিকঝিক,/
বিজয় নিশান সভ্যতা্য মোড়া দিক্ বিদিক। /


#
রঙওয়ালাটি যে দেখন শোভন, মিষ্টি হায় /
রঙের ফোয়ারা বুদ্বুদ সদৃশ ফাটতে চায়, /
নিগোসিয়েশনে জিতে যেতে যেতে পড়ল চোখ, /
দু’চোখেতে তার হঠাৎ আগুন আরন্যক-/
#
রঙওয়ালাটি হেঁকে ব্যারিটোনে বলে -"আরো টাকা চাই, /
মরচে মলিন প্রাসাদ প্রাঙন উঁইয়ে বোঝাই,/
ক্ষত ও বিক্ষত আঙুলে ঘষেছি আগুন দ্যাখ, /
পশেছি মরমে এ অট্টালিকার পাষানের ভেক, /
পাথুরে আঙুলে উপড়েছি যতেক শ্যাওলার স্তর, /
রাজপ্রাসাদের আনাচে কানাচে যত কী্ট ঘর, /
পাঁজর ভাঙানো পাথর কোঁদানো শু্ন্যতায় /
বিলিয়েছি রঙ বুকের সকল উষ্ণতায়।" /


#
রঙওয়ালার চোখে মায়াবী পরশ, মেঘের গান, /
সুঠাম শরীর রামধনূ রঙে অনির্বান, /
প্রাসাদে আমার পরতে পরতে গুঞ্জরণ, /
জোকার ধ্বণিতে একটি অমোঘ উচ্চারণ-/

"আরো টাকা চাই,আরো টাকা চাই,আরো টাকা চাই।" /


#
রঙে সঙ সাজা মন চুরি করা সেই রঙওয়ালাটি /
অলীক ভয়ের রাজার প্রাসাদে গেড়ে গেছে ঘাঁটি,/
চিলে কোঠা থেকে চুপি চুপি দেখি বিদায়ের পথ,/
স্কিতজোফ্রেনিয়ারা ছোটায় আবার বিজয়ের রথ,/
রঙওয়ালাটি ছিল সোনার হরিণ, তবু মিছে ভয়,/
রঙওয়ালার সনে নিগোসিয়েশনে জিতে যেতে হয়।।/