ওরা প্রমাণ লোপাট করতে জানে,
তোকে দিয়েছে চারটি বুলেট-
প্রোথিত করেছে মাটিতে।
ওদের আছে আরো বর্বর নারকীয় উল্লাস,
ওরা অভিধান ঘেঁটে দেখেনি,
তোর শেষ ধ্বণিগুলোও ঠোঁকর খেয়েছে বর্ণমালার গায়-
প্রতিধ্বণি বাজেনি।
তোর ছিলো ভীষণ খুঁতে ভরা প্রাণবন্ত বেঁচে থাকা-
তোর ছিল অনন্ত জীবনপিপাসা,
ওরা কেউ জানতেও পারেনি,
তোকে দিয়েছে  একটা আস্ত কালো রাত,
মরনোত্তর অমরত্ব-কগজে, কবিতায়,
ওদের সুমহান ইতিহাসে।
ওদের মায়েরা মিছিলে হেঁটেছে নগ্ন,
ওদের ভাই আগুন দিয়েছে গায়,
তবুও ওরা কেউ জেগে ওঠেনি-
এক পৃথিবী লোক আজ, এখনো ঘুমায়।