ধরা পড়ে না মুখ, ধরা পড়ে না শরীর-
স্মৃতির খেয়াল,
পুনর্জন্মও নেই;
তাই রাখি একটি করে লালগোলাপ
কৃষ্ণচুড়া গাছটির নীচে-
প্রতি রোববার।


হিল্লোল তোলে না কোনো
গোপন সুগন্ধ,
কথা বলে না চেতনার নীল-
শুধু বেনোজল কড়া নেড়ে যায়,
তবু বেচেঁ আছি-
একটি রোববারের জন্য।