ভাবো অসংযমী
তাই আসোনা কাছে,
তোমার জন্য আমার অনেক
কথা জমে আছে।


কথার জন্য আমার আছে
একটি মোবাইল ফোণ,
ঝড়টি আসছে বহুদুর হতে,
ঈশান বা মরুৎ্ কোণ।


লতায় পাতায় বাড়ছে জানি
তোমার বংশধর,
কাচুঁলি ছেড়েছ, বিষধর ফণা-
দংশাতে তৎ্পর।


আমার শরীরে লৌহবলয়
চেঙ্গিস খাঁর জিন,
আকুলি বিকুলি ইচ্ছেরা সব
বুদ্বুদে রঙীন।


আমায় ছেড়েই অমর হয়েছো
বিপন্ন পারাপার,
নটেটি মুড়িয়ে আগপাশতলা
স্মৃতির সম্ভার।


পিছল সিঁড়িতে পায়রার খোপে
কথাটি আটকে আছে,
ভাদ্রমাসের ঘুড়িটি হয়ে
লটকে পড়েছে গাছে।


শোধবোধ হোক, চুকুক বুকুক
ইতিহাসের ঋণ,
কথার কথাই বলতে লেগেছি
কাব্যে সুমসৃণ-


ঘাপটি মেরে উদোম খাটে
বেহুলা বাজায় বিণ,
সেই কথাটিই ধরবে তোমায়
স্বপ্নেই একদিন-


হাঁটু গেড়ে বসবে চেপে
ঠিকরে পড়বে আলো,
দেখবো তখন আমার কথা
কি করে না বাসো ভালো?