সমীর কামাল বন্ধু দুটি
গোলাপের দুই নতুন কুঁড়ি
একের সারা হৃদয় জুড়ি
অন্যজনের ঘর।


দুইজনার এই জগৎমাঝে
প্রেম আর প্রীতির সুরটি বাজে
বন্ধন এই টুটবে না যে
হোক না যতই ঝড়।


কামালের ঐ হাতটি ধরে
ঈদ পরবে সমীর ঘোরে
কোমল দুটি মন যে ওড়ে
ডানায় করে ভর।


সমীর বাড়ি দূর্গা পুজো
সকাল থেকেই সাজো সাজো
যাবে সেথা কামাল কখন
সয় না যে আর তর।


এমনি করে দিন কেটে যায়
নদীর স্রোতে বছর গড়ায়
এরই মাঝে সোনার দেশে
উঠলো হঠাৎ ঝড়।


ঝড়ের তোড়ে জীবন ওড়ে
আমার তোমার ঘর যে পোড়ে
আগুণের ঝড় ছাড়লো না কো
বন্ধুদুটির ঘর।


তবুও ওরা শক্ত করে
এগিয়ে চলে হাতটি ধরে
দেশ বাঁচানোর ইচ্ছে যদি-
ওদের হাতে ধর।।