খুব দুর্লভ হয়ে যাও।
এই উপমাসমৃদ্ধ বাগানে
একটি দুর্লভ গোলাপ হয়ে যাও।
ভ্রমরেরা করুক কানাকানি,
কাঁটা পেয়ে ক্ষান্ত হোক
মধুপ্রত্যাশী আলেয়া হৃদয়,
আগুণে আগুণে রন্ধ্রমুখ ঢেকে দাও!
এই উপমাসমৃদ্ধ চরাচরে
একটি দুর্লভ মরীচিকা হয়ে যাও।
'ওয়েসিস, ওয়েসিস' বলে ছুটে মরুক
ক্লান্ত মরুপথিকের দল,
ছিটে কালিতে ভর করে
সব পঙ্গু করে দাও!
ঝড়ের রাতে পিপীলিকাদের
গোলাঘর লুট হয়ে যাক,
ডানা ভাঙা পাখিটির আর্তস্বরে
সারাৎসার খুঁজে পাও।
একটি নিটোল দাবদাহ হয়ে যাও,
'ছায়া, ছায়া ' বলে কোলাহল
ওঠে তো উঠুক বটবৃক্ষ জুড়ে,
নেমে আসুক আকাশের শান্তিজল-
ভেজা গলিতে একটি দুর্লভ
চায়ের দোকান হয়ে যাও,
তোমারই জপ, তোমারই স্তব
চলুক সর্বত্র-
তুমি হয়ে থাকো দুর্লভ
বালি চিকচিক, আখিঁপল্লব কোণে-
অবচেতন বেয়ে উঠে আসা!