এটা কি আন্তর্জালিক গোলযোগ কি না বুঝতে পারছি না, কবি বন্ধুদের কবিতা পড়ছিলাম ও মন্তব্য করছিলাম। বেশ কয়েকবার লাল রঙা সতর্ক বাণী পেলাম, কিভাবে যেন একই মন্তব্য কোনো কবির কবিতায় এসে পড়ছে দুবার, যদিও আমি একবারই মন্তব্য করছি। আর যথারীতি সতর্ক বাণী আসছে যে আমি নাকি এক মন্তব্য বার বার কপি পেস্ট করার চেষ্টা করছি। শেষ অবধি আমাকে দুদিন কমেণ্ট করা থেকে ব্যান করা হলো। হতাশা>>>>>>>>>>>>>>>>


একই ঘটনা দুদিন আগেও ঘটেছে, আজই মাত্র কমেন্ট করার অধিকার ফিরে পেয়েছিলাম, এক ঘণ্টার মধ্যে আবার ব্যান হলাম, উপুর্যপুরি হতাশা>>>>>>>>>>>>>>>>>>>>>>


আমার সিস্টেমের গলতি নাকি আন্তর্জালিক গন্ডগোল কে জানে! আমার সিস্টেমের গলতি হলে তো এমন বার বার হবে! চিরতরে ব্যান হয়ে যাবো না তো!


আমার আজকের পোস্ট করা কবিতায়ও প্রতিমন্তব্য করতে পারবো না,
অনির্বচনীয় হতাশা>>>>>>>>>>>>>>>>>>>