কথা ছিল একদিন সমুদ্রমন্থনে ওঠা যত বিষ
এক গন্ডুষে করবো সব পান।
কথা ছিল একদিন রামধনূ উঠবেনা আকাশের
আঙিনায় আর, মাড়াবেনা চৌকাঠ রোদ্দুর।
কথা ছিল জ্যোৎস্নায় জল জঙ্গলের চাঁদ
ঘাসবনে ফেরারী হয়ে যাবে একদিন।


মন্দ্রিল স্বপ্ন আকাশে মেঘবালিকারা
রোদেলা নূপূর পরেছে কি তাই?
তটবর্তিনী হয়ে যাচ্ছো শুধু, খোলা চুলে
খোলাপিঠ সুগভীর এক তট।
আমি দেখতে পাচ্ছি তোমার অঙ্গুলি নির্দেশে
গোপণ এক স্বপ্ন নভশ্চর!