কোন পুন্যের ফলে বাঁদরীমাতার গর্ভে
জন্মালো পৃথিবীর প্রথম পুরুষ?
মানুষের ওম তো পায়নি সে!
পুজোআচ্চা খুব করেছে একথাও বলা যায় না।
তখনো যে ধূসর মস্তিষ্কে বসবাস শুরু করেননি ভগবান!
তবে কোন পুন্যকর্ম?


তাহলে বোধয় বোনের মাথার উকুন টিপে খায়নি,
কামোন্মাদ আলফা মেলটিকে তেড়ে আসেনি বোধয়।
কোনো তপোবনে ফলপাকুড় খেয়ে বেঁচেছে,
খুব সহিষ্ণু এক মিষ্টি বাঁদরী ছিল সে।


তাহলে এবার প্রশ্ন ওঠে, ভাইসব,
হিংসার লেলিহান এই পৃথিবীতে
আমাদের আরব্ধ কর্ম
কি অচিরেই কোনো মনুষ্যগর্ভে
একটি মিষ্টি বাঁদরছানা জন্ম দেবে না?