এই যে শহরে আমি হামাগুড়ি দিয়ে ঢুকি,
দাপাদাপি করি বটতলা থেকে আশ্রম চৌমুহনী,
এঁটো করে দিই সমস্ত বাতাস,
ক্ষারগন্ধী শহর আমায় নিজগুণে মাফ করে দেয়।


এই যে উমাকান্ত ময়দানে আমি ওত পেতে বসে থাকি,
শহরের খোপে খোপে বসন্ত লেগে থাকে
মড়কের মতো, হ্যামিলন বাঁশীওয়ালা,
আমি এই শহরের কাছে দামী।


এই তো যারা উপবনে গেছে
কোমরে বেঁধে ফিনিক্স পাখীর পালক,
তাদের দীঘল পায়ের ছাপ
হাওড়া নদীর পলিমাটিতে গাঁথা,
অলীক দুই হাতে আমি
প্রাণপণে মুছে চলি
সেই সব অলৌকিক পদচিহ্ন।