(১)
ওরা সব সাগরে গেছে,
সাগর এখান থেকে বহুদুর,
ধূসর শহরে দাঁড়িয়ে মাপি
সাগরের মগ্নতা-
রজন, রেজিন, ক্ষার, উপক্ষারে।
অবসাদ মেদুরতা পায়।
(২)
চৈতালী রৌদ্রস্নানে
শালিখ সুখ পাই,
চৌহদ্দি পেরিয়ে যাই-
ফিরে আসি,
কলকাকলি,
ফচকেমি করি, মুখ ভেংচাই-
রোদেলা দুপুর!
(৩)


হাওড়ার নদীতটে বসে
সুতো ছেড়ে দি,
হয়ে যায় সমস্ত
ধেড়ে ইঁদুর,
শহরে অনেক সুতো,
সুতোমুখ, নদীর জলে
ভেজা বেড়ালের ছানা-
বসন্ত বিকেল,
ইঁদুর বেড়াল খেলা