***********************
এপাশে জমে আছে এক শতাব্দী কথা,
ওপাশে নির্জন অভিমান।
এপাশে একটা দু’টো শুকতারা যদি বা জ্বলে
ওপাশে ফোলানো ঠোঁট কতকাল থেকে,
এপাশের কিছুটা অফিসের ক্লান্তি, ওপাশের- জীবনযুদ্ধের।
একজন নির্নিমেষ চেয়ে থাকে, চোখে বালি চিক চিক
করে আরেকজনের।
কবে সেতু হবে? কবে হবে জনপদ?
কিছু হলেও হতে পারত


রাজকন্যা হাত বাড়িয়ে দেয়, অভিমানিনী,
কোটালপুত্র চেপে বসে ঘোড়ায়
রাত্রিসফর, জোনাকি জ্বলে,
কত মরা নদী, উপত্যকা ওরা পেরিয়ে যায়।
সাত সমুদ্র তীরে বাতাস উঠেছে জোর,
এক দ্বীপে নামে, রাজকন্যা ওড়না খোঁটে
কোটালপুত্র ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে,
কিছু হলেও হতে পারত
এত মৃদু গন্ধ, এত বর্ষার ছাঁট
আসে কোথা থেকে?
এসবই ওদের অশ্রুসঞ্জাত,
কোটালপুত্র মা ভেবে বুকে মাথা রাখে
রাজকন্যার তখন অকালবসন্ত