আমরা এখনো গর্বিত জনতা হই
আমাদের এখনো তো গর্বে ফুলে ওঠে বুক,
আমরা এখনো স্বপ্নিল কুয়াশা মাখি হাতে
আমাদের উত্তর প্রজন্মের খুঁজি চিবুক।


যদিও পাখির চোখ ন্যস্ত গোপন বিবরে
সুষুম্না-বন্দুক হতাশায় আবডাল চায়,
আমাদের আম জনতার আবেশে বিষাদ চরায়।


তারপর থাকে লালটেন
তারপর থাকে চৌকিদার
কুয়াশা শহরে নর্দমাক্ত পথে, হে উত্তর পুরুষ
কুটে পথ খুঁজি, ফিরে আসবার …