ভয়ঙ্কর হয়ে যাচ্ছে তোমার ছবিটা ...
গোলাপ ফুল বোঝাতে লাল রঙ দিয়েছিলাম,
এখন প্রতীয়মান হচ্ছে শুধু রক্ত আর রক্ত ...
জলকামান ভেসে যাচ্ছে রক্তে ...
ব্যারিকেড ভেসে যাচ্ছে রক্তে ...
ঘোড়সওয়ার পুলিস ও তার লাঠি ...
উফ, তাতেও রক্ত ...


তিলোত্তমা, আমি যুদ্ধের কবি নই,
বিদ্রোহের কবি নই ...
তুমি বুঝতে পারছো না তিলোত্তমা,
আমার দিনপঞ্জিতে কোনো শ্রেণী চেতনা নেই
বিউগল ট্রাম্পেট নেই,
রণ দামামা নেই,
সোডিয়াম পটাশিয়ামের জৈব রাসায়নিক বিক্রিয়া নেই,
শীৎকার নেই, বলাৎকার নেই...


ইজেলে করুণ লাল,
হাতে তাজা রক্ত,
বলে দাও তিলোত্তমা,
আমি কাকে খুন করেছিলাম?