না ছুঁয়ে ছুঁয়ে তোমাকে ছুঁয়ে যায় যেই পথ
সরলরেখা নয়, তীব্র ছুরির ফলার মতো
উদগ্র বা উদাসীন, আশ্লেষানুরাগ যতো
বালিদানা হয়ে ঝরে, ঝরে পড়ে পথের শপথ।


সুইসাইড খুঁজি একা, যেভাবে কুমীর খোঁজে
আরউইন নায়াগ্রার জলপ্রপাতের নীচে,
হলুদ সবুজ মৃত্যু, নিবু নিবু মিছে মিছে
পাদপ্রদীপের মতো ঝোলাব্যাগে চোখ বোজে।


পাখি জন্মজন্মান্তরে চেনে ব্যাধ, জানে খাঁচা,
জানে আত্ম অভিমান, নীরব দুপুরে ওড়ে,
রবি রেখা, সেও একা, চরাচর বিশ্ব জুড়ে
সুইসাইড খুঁজি আমি, লব্ধ হয়ে যায় বাঁচা।


কাঠঠোকরার বিষে আছে প্রবল টক্সিন, জানে
সেই গাছ যার ঠোঁট চুমুকে ঈশ্বর মানে।