এখনও সে গল্প হয়ে ঘুরে বেড়ায়,
এই শহরের কালো বাতাসে, কোলাহলে
শব্দের ধারাপাতে, নির্লিপ্ত নিরবতার দেয়াল হয়ে ।
আর আমি আমার সব গল্পের পান্ডুলিপি ছিড়েঁ
নিজেকে খুজে বেড়াই তার গল্পের উপসংহারে ।



অনাদিকাল  ধরে  চলছে  এই  চর্চা,
শেষের  কবিতার  বরফ  শীতল  সৌন্দর্য  থেকে  রক্তাক্ত  ট্রয়- নগরী
এই  একই  আবর্তে  চক্রাকার,  ইতিহাসের  বর্ণীল  পাতায়
আর  আমার  উপসংহার  ক্লেদাক্ত, কারনে-অকারনে  তার  আসা-যাওয়ায় ।



রাত হাটে নিঃশব্দ পায়ে ভোরের দিকে
মিথ্যার কোলাহলে সত্য দিশেহারা,
ছন্দ-মাধুর্য ভুলে কবিতার সাথে গল্পের সখ্যতা
আমাদের এই অবাঞ্ছিত গল্পের উপসংহার জুড়ে
তার নিরুত্তাপ প্রহসনের থাবা আর আমার অশ্রুহীন কান্না ।