আমি হেটে চলেছি অজানা পথে,
গহন, নিশ্ছিদ্র, অন্ধকার সেই পথ,
আমি শুধু ঠোকর খাচ্ছি,
হোঁচট খেয়ে পরে যাচ্ছি,
আমাকে সামলাতেই হবে,
অন্ধকারে, সঠিক পথ বেছে নিতে হবে,
কাটা বিঁধে পা দিয়ে রক্ত ঝরছে,
ঝরুক, আমি এগিয়ে যাবো,
সূর্যের আলো এখানে পৌঁছে না,
এ যে দূষিত সমাজ!
মানুষ থাকে না এখানে,
শুধু কতগুলি কুলাঙ্গারের ভিড়,
এরা সোনার মোড়কে বাঁধা,
মোড়ক খুলে গেছে,
অন্ধকার ঠিকরে বেরুচ্ছে,
আমি তো মোড়কে বাঁধা নোই,
তাই আপ্রাণ চেষ্টা করছি,
আলো খুঁজে চলেছি,
আর একটি যদি মানুষ পাই,
যার মাঝে মোড়ক নাই,
তবেই আলোর সমাজ গড়ব,
কথা দিলাম, আলোর সমাজ গড়ব.