মা আসব না আর তোর দুয়ারে
বেলায় বেলায় খাবার খেতে
পালকিতে আমায় দিলি বিদায়
সুখে থাকব এই আশায়।
কেঁদেছিলি হাউ হাউ করে
চোখের জলে বুক ভিজিয়ে
বাবার কান্না আজো শুনি
বিদায় বেলায় সেই করুন ধ্বনি
অপরিচিত জামাইর হাতটি ধরে
আকুতি করেছিলি এই বলে
"বাবা মেয়ে আমাদের দিলাম তোমায়,
রেখো তুমি যত্ন করে"
দেখ মা আজ আমি কত সুখি
একা একাই সংসার করি
আজ আমি শুধু হাসি
লুকিয়ে লুকিয়ে একটু কাঁদি
ভাবিস না মা, আমি ভাল আছি,
নিজের পায়ে দাঁড়িয়ে আছি
বাবাকে বলিস, দেখো তোমার মেয়ে
কেমন ধারা বড়ো হয়েছে।
সবাইকে বলিস, ঐ যে আমাদের মেয়ে,
আছে মোদের অন্তর ছেয়ে।
তোরা ছাড়া আর কেউ বুঝলো না,
আমারো যে আছে অনেক যন্ত্রনা।
বাঁচব মা লড়াই করে,
নিশ্চই একদিন তোদের গর্ব হবে।