বৃষ্টি পড়ে, দেখো
সতেজ হলো সব ফুল
লাল, সাদা, হলুদ বর্ণ,
গন্ধ কত সুমধুর


সবুজ গাছের পাতার আড়ালে
ছোট্ট, মিষ্টি সব ফুল
মনে লাগে খুশির দোলা
ছুতে চেয়ে মন আকুল


একটি ফুলের পাপড়ির ওপর
ছোট্ট ছোট্ট জলের বিন্দু
একটু একটু হাওয়ায় দোলে
গান গায় যেন মৃদু মৃদু


এমনি ধারা বৃষ্টির দিনে
ফুলই আমার সঙ্গী
তাই আজ মন বলছে
ফুলের বনে দোলনা দুলি  


হয়ে যাই একটি হলদে প্রজাপতি
থাকুক রঙ্গিন পাখা
ফুলের গায়ে বসে বসে
হই আমি রাঙা