ঐ দেখ একটি শিউলি
আর পাখীর কলকাকলি
মৌমাছিও বড্ড ব‍্যস্ত
মধু খেতে মত্ত
আমি দাঁড়িয়েছি সাজি হাতে
পূজার ফুল কুঁড়োতে
কি করি ভেবে না পাই
ফুল তুলি না দৌড়ে পালাই
এ ফুল যেন ফুল নয়
অমুল‍্য জিনিস গুণে গুণময়
দেখলাম একটি সাদা পদ্ম
প্রজাপতি তাকে করেছে জব্দ
ধুর ছাই ভাল্ লাগে না
ফুল তুলতে আজকে মানা
দেবতা আজ থাক ফুল ছাড়াই
যাই আমি আবার ঘুমাই