যদি একলা চলি
তবে মন্দ কি


স্বপ্নের হাত ধরে
এগিয়ে চলি ক্ষতি কি


এসেছি তো একাই আমি
চলেও যাব একাকী


চলার সাথী হারিয়ে গেলেও
জীবন তো থেমে যায় নি


কলম আমার হাতেই আছে
না বলা কথা কিছু তাই
কবিতার আকারে লিখছি


স্বরলিপিকা সৃষ্টি করেছি
সাতটি সুরও সেধে গেছি


গানের মালা গেঁথেছি
সুরের ভুবন ভরিয়েছি


আরও না বলা কথা
অন্তরে লুকিয়ে থাকা
কলমে কলমে লিখছি


মনে রেখো তোমরা
আমাকে আমার কবিতায়


তোমাদের মাঝেই বাঁচতে চাই
ভালবাসা পেতে চাই


জানি যদিও একদিন আমায়
ভুলে যাবে বিশাল এই ধরনী