আমার বন্ধু আমারে বলিল,
"অন্তরে অতৃপ্তি রবে সঙ্গে করি মনে হবে শেষ হয়ে হইলো না শেষ"


আমি শুধালাম তারে


"রবিঠাকুর কি সাথে থাকে?"
সে বলিল,


"উনি আমার সুখ দুঃখের সাথী রে"


আমি বলিলাম


"দুঃখ বলে নেই কিছু
ছদ্মবেশী এক ভ্রম শুধু
মনের কোনে ভীড়ে থাকা
কালো রঙের পোশাক পড়া
চোখের জলে বাইরে আসে
অন্তরের বিষ সে, স্বাদে নোনা।
খেয়াল তার ঝেড়ে ফেলো
সুখের সাগরে ডুবিয়ে মারো। "


সে আবার বলিল,
"দুখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর,
মনোকুঞ্জে মধুকর তবু গুঞ্জরে ।
হৃদয়ে সুখের বাসা, মরমে অমর আশা,
চিরবন্দী ভালোবাসা প্রাণপিঞ্জরে ॥ " (রবিঠাকুর)


আমি বলিলাম,


"যাহা জন্মে নাই
তাহারে লইয়া প্রশ্ন নাই
বিরহ, মিলনে জাগাইবে উন্মাদনা
সুখ মিলিবে করিও না ভাবনা
ভালবাসারে পিঞ্জরে বাধিও না
ছাড়িয়া দাও, সে উড়ুক তেপান্তরে
দিনের শেষে অবশ্যই,
ফিরিবে তোমার তরে.