আমি জানি না
আমার ভাগ্য কোন পথে হাটছে?
সব সম্পর্ক থেকে,
আমি মুক্ত হয়ে যাচ্ছি.
আমার জীবনে প্রেম ছিল,
সেই প্রেমে আমি বন্দি ছিলাম,
সেই প্রেমে আবদ্ধ ছিল,
মাত্র একজন মানুষ.
এখন আমার জীবনে প্রেম আছে,
তবে সেই প্রেম বন্ধন মুক্ত.
প্রেমে সবার ভয় থাকে,
সেই ভয় হারিয়ে দেবার.
আমার প্রেমে হারাবার ভয় নেই,
আমার প্রেম উজাড় করা,
সকলের জন্যে উজাড় করা,
এই প্রেমের গন্ডি নেই,
দূর দিগন্তে প্রসারিত,
একটি বন্ধনে আমি আজও আবদ্ধ,
আমি বন্দি অপত্য স্নেহে,
আমি একজন 'মা'
হ্যাঁ, আমি ভয় পাই,
সেই সব বাধা বিপত্তি,
যা আমার মাতৃস্নেহ ,
কেড়ে নিতে পারে.
আমি চাই না হারাতে,
আমি চাই না মুক্তি পেতে,
আমি ভালোবাসি এই বন্ধন,
মাতৃস্নেহের বন্ধন.