কত কথা রয়েছে গোপনে,
সুখ, দুঃখ মনের কোনে
মাঝে, মাঝে শুধু ভাবি,
জানি না কেন লাগে একাকী.
অতীত সামনে এসে দাঁড়ায়,
যেন জীবন স্পন্দন থেমে যায়.
মন বলে চলে যা সুদূর তেপান্তরে,
সবই যে ফাঁকি এই সংসারে.
সুদূর খোলা মাঠ দেয় হাতছানি
আমি একা, আকাশের তারা গুনি.
তারাগুলি দপ দপ জ্বলে,
বুঝি না, কি জানি তারা বলে.
খুঁজি, একজন সাথী, যার হাত দুটি ধরে,
যদি পারতাম কাঁদতে আমি অঝোরে.