হ্যাঁ, আমি অগ্নিদগ্দ শিশু,
আমায় জ্যান্ত দগ্ধ করেছে!
কি? আমার দোষ?
সে তো তোমরা বলবে,
আমি তো শুধু দেখি,
কথা তো বলতে পারি না.
আমি শুনেছি একটা শব্দ,
চাকমা! চাকমা! চাকমা!
বুঝিনি কিছু!
আমি শুনেছি মা বলছে,
হায় রে ! জাতি বিদ্বেষ!
বুঝিনি কিছু,
আমার শরীর পুড়ছে!
খুব জ্বালা! খুব,
মা চিৎকার করছে,
আমি দেখছি,
আগুন আর ধোঁয়া,
সেই আগুনে,
আমি পুড়ছি,
কেউ বাঁচাতে পারে নি,
কি পাবে? তারা?
গ্রাম ঝলসে গেলো,
আমি ছাই হলাম,
থাকো তোমরা বেঁচে,
আমি গেলাম, গেলাম.