কত আনন্দ, উল্লাস চারিদিকে,
হই, হই, রই, রই উন্মাদনা।
নৃত‍্যের মিছিল রাস্তায়,
না, আগে দেখা যেতো না।
আল্লা, ভগবান গাড়িতে,
ভক্তরা আনন্দে বিভোর।
একি ভক্তি না অন‍্য কিছু?
প্রভুকে ভালবাসার পরিচয়?
এত আনন্দ অথচ অনেকে কাঁদছে।
কান্নার আওয়াজ কেউ কি
শুনতে পাচ্ছে না?
এত প্রসাদ, অথচ কত অনাহারী,
কেন তারা খেতে পাচ্ছে না?
আমরা কেন ভাবি না?
তাদের কথা?
দেবতা কি পূজায় তুষ্ট?
জানি না, কিছুই বূঝি না।
ভয় হয়, অজানা ভয়।