আজ ভগবানের দেখা পেয়েছি,
আজ ভগবান কে চিঠি লিখেছি ।
ভগবান আমায় লিখেছেন,
ওম, ক্লিম, শ্রীম, বালায়ে, ওম।
আমি আজ কথা বলেছি,
আমার অন্তরাত্মার সাথে,
আমি দেখেছি সেখানে স্বর্গ।
সেখানে কোনো ভোগ, বিলাস নেই,
সেখানে শুধু বাস করে শান্তি,
সেখানে আছে মনের মুক্তি।
ভগবান বলেছেন,
জীবন সমুদ্র, মন বাতাস,
বাতাসকে মুক্তি দাও।
জীবন দেখো কত সুন্দর.
নেই কোনো উথাল, পাতাল,
আছে শুধু শান্তি, শান্তি, শান্তি।
শুধু দীর্ঘ স্বাস নিয়ে,
একবার বলো,
ওম, ক্লিম, শ্রীম, বালায়ে, ওম।