অনেক দেখলাম এই দুনিয়া
জানলাম, চিনলাম, বুঝলাম
মোহো-মায়া  ছাড়া কিছুই না
আর আছে স্বার্থপরতা
হ্যাঁ, আমি স্বার্থপর, তুমি স্বার্থপর
আমরা সবাই স্বার্থপর
তোমায় আমার ভালোলাগা
আমায় তোমার ভালোলাগা
বাঃ বাঃ  প্রয়োজন ফুরালো
আমি সরে গেলাম, তুমি সরে গেলে
আবার নুতন কাউকে ভালোলাগবে
ওই যে বললাম, স্বার্থপরতা
আমি তোমার প্রশংসা করি
তোমার ভালোলাগে
তুমি আমায় মনে করো
যখন তোমার প্রশংসা লাগে
সত্যি কি নির্মম এই স্বার্থপরতা
যখন তুমি একাকী থাকো
তোমার সময় কাটে না
আমার কথা মনে হয়
আমি যদি তোমায় সময় দেই
আমি তোমায় প্রশ্নবানে জর্জরিত করি
কি করেছো এতখন ?? কি কি কি ?
আবার স্বার্থপরতা
পারি না আমরা কেউ ভালোবাসতে
যে ভালোবাসায় নেই কোনো চাহিদা
নেই কোনো অনুযোগ--নেই কোনো অভিযোগ--
নেই কোনো অভিমান
আছে শুধু উজাড় করা ভালোবাসা
শিশুর প্রতি এক মায়ের ভালোবাসা
যা নিশ্চুপ--নিঃস্বার্থ--উদার ---
ভালোবাসা-  ভালোবাসা- ভালোবাসা