অন্তরে একটা কষ্ট হচ্ছে--
খুব কষ্ট ----
অসময়ে হওয়া ভালোলাগা ছিলে তুমি--
হঠাৎ সব হারিয়ে গেল--
কত কথা বলেছি তোমার সাথে
কিছুই ছিল না, কিছুই না--
তবু কত ভালোলাগা ছিল--
আজ আর সেই আন্তরিকতা নেই,
সেই অন্তরের টান নেই,
আজ আমি আবার আগের মতো
বড়ো একা, বড়ো একা,
আমি তোমায় কত কথা বলেই গেলাম,
শুধু বলেই গেলাম-
তুমি শুধু মৌন রইলে,
একটিবার শুধোলে না--
"তুমি কেমন আছো"?
কত ভালো লাগতো আমার
তোমার কণ্ঠে সেই গান, সেই সুর
তোমার কণ্ঠস্বর কত মিষ্টি গো!!
আজ কোথায় একটা বড়ো অভাব-
আমি কাজ করি, আমি খাই, আমি কথা বলি,
কত মানুষ চারপাশে,
তোমায় খুঁজি---তুমি কেন আসো না?
আমি জানি কেন তুমি আসো না,
তুমি জানো এটা সম্ভব না
তুমি সমর্পিত অন্যের কাছে
আমি সমর্পিত অন্যের কাছে
অজানা ভয় তোমায় প্রতি মুহূর্ত তাড়া করে
কিন্তু আমি ভয় পাই না
অদম্য ইচ্ছা রুখতে পারি না --
তাই আমি কাঁদি
তোমায় না পেয়ে ---
আমার মন আজ তোমায় ডাকে--
জীবনটা আজ ছন্দছাড়া হয়েছে,
তুমি আমায় খোঁজ না?
একবার ডাকতে পারো না?
যদি ডাক, আমি তোমার সাথী হবো
তোমার সখি হবো, অনেক কথা বলবো---
আমি ভালো আছি তুমি ভালো থেকো--
খুব ভালো থেকো খুব ভালো থেকো।