নদীর স্রোতের মতো বইছে এই জীবন,
কখনো ভারাক্রান্ত কখনো খুশি এই মন.
চলার পথে পরিচয় কত মানুষের সাথে
কেউ চলে গেলো কেউ রয়ে গেলো স্মৃতির গভীরে
কত কথা, কত ভালোলাগা রোজ হারিয়ে যায়
থামে না জীবনের চাকা অবিরল ঘুরে যায়
ইচ্ছা হয় থেমে যাই, পাল্টে দেই, জীবনের সমীকরণ
যত কিছু না পাওয়া, সব নিয়ে পূর্ণ করি এই জীবন
আমি তো নগন্য মাঝি, বেয়ে যাই, জীবনের নৌকা
অজানা, এলোমেলো হাওয়া ঘুরিয়ে দেয়, জীবনের দিশা
অবাক হয়ে মেনে নেই বিধাতার বিধান
প্রার্থনা আমার, যাতে খুশি ছড়িয়ে যাই, যতদিন আছে এই প্রাণ।