আমি জানি আমি ভুল করছি
ভুলটাকেই কেন জানি বেশি ভালোবাসছি
মনকে বোঝাই কিছুতেই না আর না
পরখ্যনেই আবার ভুল করে হয় ভাবনা
ভয় হয় যদি ধরা পরে যাই
ধুর ছাতা এতো ভেবে কাজ নাই
মন যা বলে তাই আমি করবো
লোকে কি ভাবে তার পরোয়া কেন করবো
ভুল যদি ভালোলাগে ভুলই আমি করবো
মন আনন্দ পেলে কি গেলো আসলো
ভাবিস না উল্টো পাল্টা তুই তো বুঝের হয়েছিস
ভুল জেনেও কেন ভুল করে যাচ্ছিস
জানি না- কিছু জানি না- কিসে আমার আনন্দ
যা ইচ্ছা, করে যা - ভাবিস না ভালো -মন্দ
চারিদিকে দেখ মানুষের মন কারাগারে বন্দি
প্রতিদিন নিজেরাই নিজেদের দিচ্ছে ফাঁকি
মনের ইচ্ছাকে দিচ্ছে গলা টিপে
হাসি নেই, আনন্দ নেই জীবন যুদ্ধে আছে মেতে
সবাই সেজে আছে নিছক ছদ্মবেশ
এটাই কি তাহলে---বেশ বেশ বেশ