কাটে না সময়, আজ যে আমার
বসে বসে তাই কত ভাবনা আমার
কি পেলাম, কি দিলাম এই জীবনে
তারই হিসাব করছি মনে মনে
আমি কি চাই, সেটাই বুঝিনি এখনো
নৌকার দ্বার টেনে চলেছি, লক্ষ্য নেই কোনো
দিশাহারা আমি হেঁটে চলেছি অন্তহীন পথ
বুঝেছি সুখ দুঃখ্য জড়িয়ে আছে পরস্পর
দেখতে দেখতে হয়ে গেলাম ছোট থেকে বড়ো
জীবন হয়ে গেলো সংসারের কোনে আবদ্ধ
খেলার মাঠের খেলা সাঙ্গ  হলো
দায়িত্ব আর কর্তব্য কাঁধে পড়লো
প্রধান চরিত্র এখন আমি একজন 'স্ত্রী'
বড়ো কঠিন লাগে এই সম্পর্কটি
আরেকটি চরিত্র আমি যে 'মা'
এ যে সম্পর্ক নয়, প্রাণন্ত মায়া
কি করে ভুলবো, আমি যে, সবার আগে মেয়ে
মা, বাবাই তো আমায় এনেছিলেন এই ভুবনে
আমার চারপাশে শুধু সম্পর্কের জাল
জীবনের এই নিয়ম বয়ে চলেছে অনন্তকাল
আজ কি  লিখছি জীবনের খাতায়
ভুলে যাই আবার পরদিন সকাল বেলায়
বুঝেছি এই জীবন নয় রঙ্গমঞ্চ
হাজার কোটি মানুষের মতো আমিও নিমিত্ত
অন্তহীন এই পথে চলতে হবে একাকী
তবে আমার রাস্তা নির্দিষ্ট সেটা সত্যি বৈ:কি :