ইচ্ছে আমার ইচ্ছেগুলিকে আজ ডানা দিই ,
মনে চাঁপা ইচ্ছেগুলির আজ বাঁধন খুলে দিই।
ইচ্ছেগুলিকে রেখেছিলাম আমি শ্বাঁস রোধ করে ,
ঠিক করেছি আজ দেব সব ইচ্ছের ছিপি খুলে।
মনের কোনে লুকিয়ে থাকা প্রাণকে দেব মুক্তি ,
দেখব আমি প্রাণ ভরে আমার ইচ্ছের বৃষ্টি।
ভিজে যাব আমি আজ সেই বৃষ্টিতে ,
ময়ুরের মতো ডানা মেলে নাচব আমি ফুর্তিতে।
শুনব না আমি কোনো কথা, যে যাই বলুক,
সব বাধন খুলে উপলব্ধি করব সেই সুখ.
রইব না আমি আজ কোনো গন্ডির অধীন ,
জানি ফিরে আসবে না চলে যাওয়া এই দিন