শুধু একবার, শুধু একবার,
যদি বলে যেতে, যাবার আগে,
তাহলে এক রাশ দুঃখ্যের মধ্যেও
মনকে বুঝিয়ে দিতাম।
দুঃখ্য--তোমাকে হারিয়ে দেবার।
যদি বলে দিতে
কেন তুমি যাচ্ছ চলে?
হয়তো নিজেকে নিজে
মাপ করে দিতাম।
আজ বড়ো অনুতাপ হচ্ছে,
কিছুতেই বুঝতে পারছি না ,
কোথায়, কোথায় ভুল হয়ে গেল?
সেই ভুল- যে তুমি দূরে সরে গেলে ,
হাজার প্রশ্ন করেছি তোমায়।
তুমি নিশ্চুপ, নিরুত্তাপ রইলে,
একটিবার কোনো কথা বললে না।
আজ আমার মনে,
নেই কোনো আশা আর ,
জানি আজ সেই নিষ্ঠুর সত্যি ,
তোমায় আর পাবো না।
তুমি আর আসবে না।
আমায় ভালোবাসবে না।
কখনো না, আমি জানি,
আমি কোনোদিন
তোমায় ভুলতে পারবো না,
তোমার ছবি আছে,
আমার মনের দেয়ালে,
আমি কথা বলবো,
তারই সাথে।
যদি কোনোদিন আমার কথা মনে হয়
একটিবার আমায় ডাকবে?
আমি ছুটে আসবো .
তোমার কাছে।
অনেক কথা বলবো,
অনেক কথা বাকি রয়ে গেছে।
শুধু একবার, শুধু একবার,
যদি বলে যেতে যাবার আগে--
তুমি আবার আসবে?
আমার কাছে?