মনে পড়ে ওই রাত
ভুলতে পারি না ,
বাসের সিটে জানালার ধরে ,
বসেছিলাম একা।
কোথা থেকে তুমি চলে এলে,
বসলে আমার পাশে ,
বললে কত কথা।
পথ ছিল লম্বা ,
সময় মাত্রা পাঁচ ঘন্টা ,
শুরু করেছি যখন যাত্রা,
তখন মাত্র সন্ধ্যা।
বন্ধু হয়ে গেলে,
ওই সময়ে।
ছিল অমাবস্যার রাত,
পড়ছিলো অঝোর ধারায় বৃষ্টি ,
তুমি গান গাইলে ,
"এ তুমি কেমন তুমি
চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না আমার
আমায় যখন আদর করো "
এ শুধু পাঁচ ঘন্টা
ছিল না,
ছিল একটা জীবন।
অফুরন্ত সুখ ছিল ততখন।
লুকিয়ে লুকিয়ে ধরলে
তুমি আমার হাত ,
আমি মনে মনে চেয়েছি
দুটি হাত সারা জীবন
এইভাবেই থাক।
বুঝতে পারি নি
কখন পথ ফুরিয়ে এলো
নিজের অজান্তেই
কখন গন্তব্য আমার
চলে এলো।
তোমার হাত ছাড়িয়ে
উঠলাম আমি।
চলে যাবার সময় তখনি।
বুকের ভিতর ডুকরে ডুকরে উঠলো ,
কে তুমি, তোমায় ছাড়তে কেন
আজ এত কষ্ট ?
একি সেই তুমি ?
আমার মনের রাজপুত্র?
যাকে মন খুঁজে চলেছে অত্রতত্র।
বিদায় বেলায় কিছুই ছিল না ,
নাম, ঠিকানা,
আবার দেখা হবে
শুধু এই ছিল কামনা।