অভিমান এত কোরো না
যে আমি কাঁদতে ভুলে যাই
অভিমান এত কোরো না
যে মান ভাঙাতে ভুলে যাই
অভিমান এত কোরো না
যে তোমায় দেখেও দেখতে না পাই
অভিমান এত কোরো না
যে আমি ক্লান্ত হয়ে যাই
এক থেকে হতে হতে
আজ অভিমানের পাহাড় জমেছে
তোমায় মানাতে মানাতে
আজ আমার শব্দ ফুরিয়ে গেছে
আমার কলম এখন আর
বলে না কথা
তোমার মান ভাঙানোর
ফুরিয়েছে প্রয়োজনীয়তা
একবার নয় অজস্র বার
চেয়েছি ক্ষমা
বুঝতেই পারোনি
তোমার ক্ষোভে হয়
আমার যন্ত্রনা
অভিমান এত কোরো না
যে তোমায় ভুলে যাই
অভিমান এত কোরো না
যে প্রেম করতে ভুলে যাই।