বলেছি কত কথা মিষ্টি মিষ্টি
বলেছি কত কথা কুসুম কুসুম
তোমার সাথে কাটাইনি  আমি সময়
যেন ফুলের বিছানায় ঘুমিয়েছিলুম
ভোরের বেলায় যখন দিয়েছে সূর্য উঁকি ঝুঁকি
তখনি আমরা হতাম একে ওপরের সঙ্গী
সুদূর পথ আমরা হেঁটেছি একসাথে
ক্লান্তি ছিল না একফোঁটা
সেই দিন খুব মনে পরে
তুমি সেঁধেছো সুর তোমার কণ্ঠস্বরে
আমিও সুর মিলিয়েছি তোমার সাথে সাথে
মল্লিকা বনে যখন ফুঁটেছিলো একটি কলি
তুমি আমার কাঁধে মাথা রেখেছিলে
সেই দিনটি খুব মনে পরে
তোমার বাগানে ফোটা একটি লাল গোলাপ
আমার হাতে তুলে দিলে
সেই দিনটি খুব মনে পরে
তোমাকে আমি সোহাগ করেছি মনে মনে
ভয়ে ভয়ে মনের কথা
তোমায় বলেছি সংগোপনে
তুমি বলেছো
"কোথাও আমার হারিয়ে যাবার নেই মণ-মনে মনে"
তোমার সেই স্বর্ণালী শব্দগুলি
আমার খুব মনে পরে
বুঝেছি যখন আর পারবো না
তোমায় ছেড়ে থাকতে
তোমার সান্নিধ্য পেতে
মন যখন আকুল আকুল করে
তখনি তুমি বললে
আর নয়- আর নয়
আবার নিজের ঠিকানায় ফিরে যাও
আমি মেনে নিয়েছি
সেই বাস্তব সত্যি
মনকে বুঝিয়ে দিয়েছি
এ ছিল মরুভূমির মরীচিকা নেই জল
এ যে প্রেমের নিষ্ঠুর পরিণতি
পিছন ফিরে তাকিয়েছি বারবার
বুঝেছি হীরার চেয়েও
দামি ছিল সেই মুহূর্ত
তোমাকে হারিয়ে দেবার
শুন্য হয়েছে এই বুক, এই হৃদয়
ভালোবাসা কেঁদেছে , খুঁজেছে আশ্রয়
আজ আমি একা বসেছি
সবুজ মাঠে খোলা আকাশের নিচে
অতীতের প্রেমের পাতা
উল্টিয়ে দেখছি একটি একটি করে
আমি হাঁসছি, আমি কাঁদছি
আমি খুঁজছি তোমায়
একটিবার আমার কাছে আসবে?
ভালো আছো তো? শুধবো তোমায়?