তোমার  জন্য গো,
দেখেছি এই সুন্দর পৃথিবী |
তোমার জন্য গো ,
দেখেছি সূর্য, চন্দ্র, আর এই মাটি |
তোমার ঘরেই করেছি যত দুস্টুমি ,
একটু একটু করে বড়ো করেছো
আজ স্বয়ংসম্পূর্ণ আমি |
দোষ যতই বড় হোক,
বুঝিয়েছো মিষ্টি কথায় ,
ক্ষমা করেছো নির্দ্বিধায় |
তোমায় এখন আর রোজ দেখি না ,
রোজ তোমার সাথে কথাও বলি না ,
তবুও অপেখ্যা করো প্রতিমুহূর্ত
তা আমি জানি |
আমার সংসার, আমার কাজ,
আমি পারি না তোমায় সময় দিতে,
তবুও মা সর্বক্ষন তোমায় মনে পরে |
ইচ্ছা করে, দৌড়ে যাই তোমার কাছে
তোমার হাতের নাড়ু খাই প্রাণ ভরে |
ইচ্ছা করে, তোমায় জড়িয়ে ধরি,
তোমারি অঞ্চলে মুখ মুছি |
বড়োই কৃত্রিম এই জীবন
জানিনা কেন ব্যস্ত আমি সারাক্ষন |
আজ আমারও, তোমার মতো নানান ভূমিকা ,
তাই বুঝেছি তুমি সাধারণ নয় মা |
নির্লোভ, নিঃস্বার্থ, তোমার অবদান ,
মাটির মতো উজাড় করে দিয়েছো
তুমি আমাদের জন্য এই প্রাণ |
তুমি জ্বলেছো সূর্যের মতো ,
আর আমাদের দিয়েছো আলো |
বিনিময়ে মা কিছুই
তোমায় দিতে পারি নি ,
দেখাতে না পারি মা,
আমার অন্তরের টান
তবু মা বলছি গো
ভালোবাসি তোমায় আপ্রাণ .|