এত সহজে কি একটা সম্পর্ক শেষ হয়ে যায়?
যতটা সহজে তুমি বললে
তালাক তালাক তালাক।.
যখন তুমি প্রথম আমায় ছুয়েছিলে
আমার অঙ্গে শিহরণ জাগিয়েছিলে
তুমি ভুলে গাছ সেই রাত ??
কেয়া বাত...কেয়া বাত। ..
যখন অঝোর ধারায় পড়ছিল বৃষ্টি ।.
আমায় নিয়ে ভিজেছিলে
আমায় জাপ্টে ধরেছিলে
আমার হৃদয়ে তোলপাড় তুলেছিলে
তুমি ভুলে গাছ..সেই রাত
কেয়া বাত। ....কেয়া বাত..
যেদিন আমি বিয়ের সাজে সেজেছিলাম
তোমায় কবুল করেছিলাম
দুজনে একসাথে থাকার কসম নিয়েছিলাম
তুমি ভুলে গাছ সেই রাত
কেয়া বাত
যখন আমি যন্ত্রনায় কষ্ট পেয়েছিলাম
তোমার হাতে ফুটফুটে সন্তান তুলে দিয়েছিলাম
তুমি আলতো করে আমার কপালে কৃতজ্ঞতার চুমু খেয়েছিলে
তুমি ভুলে গাছ সেই রাত
কেয়া বাত। ..কেয়া বাত। ...
সম্পর্কের টানাপোড়েনে আমায় দূরে সরিয়ে দিলে
আমি হাহাকার করেছিলাম
আর তুমি বলে দিলে
তালাক তালাক তালাক
তুমি ভুলে গাছ সেই রাত
কেয়া বাত। ..কেয়া বাত। ...
আজ তুমি ক্লান্ত একা
নদীতীরে বসে আছো
তুমি কি আমায় খুঁজছ ??
না বলতে চাইছো না
মনে করতে চাইছো না সেই রাত
কেয়া বাত। ..
আমি তো ভুলিনি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।.
আমার হৃদয়ে সব রয়েছে জ্বলন্ত।.
বইয়ের মাতার মতো রয়েছে মুদ্রিত
একটিবার পাতা উল্টে পড়তে পারো না?
পারোনা আমায় ডাকতে?
দুটি হাত দিয়ে আমায় জড়িয়ে নিতে?
না তুমি মনে করতে চাও না। ..
সেই রাত...সেই বাত
কেয়া বাত। ...কেয়া বাত। ..