আমি এই বিশাল
নাট্যমঞ্চের এক পথিক
দিশাহীন আমি চলেছি
এই একলা আকাশের নিচে একাকী
আমি জানি না
আমার গন্তব্য
আমি জানি না
আমার ঠিকানা
পথ চলতে চলতে
আজ আমি ক্লান্ত
তাই এই একলা
আকাশের নিচে
আমি দাঁড়িয়েছি দু দণ্ড
প্রশ্ন করেছি আমি
কি?? কেন? কোথায়? কখন?
উত্তরগুলি সব ভীষণ এলোমেলো
পথ চলতে চলতেই
কখনো এ মন হয়েছে অগোছালো
হৃদয়ে জড়িয়েছি কিছু স্মৃতি
দু একজন ভালো মানুষের পরিচিতি
সেই মানুষগুলি
যাঁদের আমি খুব ভালোবেসেছি
যদিও জানি তাঁরা
কেউই নয় আমার চিরসঙ্গী
তবুও শেষ হয়নি আমার অনুসন্ধান
আমার অন্তরে ভালোবাসা করে কলতান
পথ চলতে চলতে
আমি নিজেকেই ভুলে গেছি
আমিই তো আমার
হতে পারি সবচাইতে প্রিয় সাথী
তাই এই একলা আকাশকে
করছি আমি প্রশ্ন?
আমার এই শূন্য মন
কেন করো না পূর্ণ?
কেন দাও না আমায়
তুমি এমন শক্তি
যেন আমি নিজেকেই
শুধু আবার ভালোবাসি
আমি চাই আমাকে ভালোবাসতে
হে একলা আকাশ
তোমার নিচেই দাও আমায় থাকতে
এ জগতে কেউ কারো নয়
এ নিষ্ঠুর সত্য
কোনো কল্পনা নয়