আকাশ কেন আজ এত খুশি
রিমঝিম রিমঝিম পড়ছে বৃষ্টি
বইছে মৃদুমন্দ ঠান্ডা বাতাস
পুজো এসেছে বলছে আকাশ
বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ
প্রাণে জাগিয়েছে সে কি আনন্দ
খোলো খোলো সবাই বন্ধ দুয়ার
দেখো শরতের সাদা কালো মেঘের বাহার
প্রকৃতি গাইছে সপ্তকের সাতটি সুর
বাতাস আমার নীরব চিঠি বইছে বহুদূর
চিঠি লিখেছি আমি মা দুগ্গার কাছে
ঘরা ভর্তি আনন্দ যাতে মা নিয়ে আসে
'মা' তোমার সাথে আছে অনেক কথা
দূর করো সকলের মনের ব্যাথা
গাছের পাতা আজ হয়েছে সতেজ
ধিন ধিন তালে এসেছে পুজোর আমেজ
পুজোর অপেখ্যাই যেন অসীম আনন্দ
শিউলি গাছে শিউলি ফুটে ছড়াবে মিষ্টি গন্ধ
আমরা কুড়িয়ে নেবো সেই শিউলি
দেখব কুয়াশা ভেজা মাতাল প্রকৃতি
আজ বৃষ্টিতে ভিজে ধুয়ে দাও সব গ্লানি
সবাই মিলে গাই চলো মার্ আগমনী