অনিন্দ্য, অনবদ্য, বিমোহিত, বিমুগ্ধ,
কত সব অনন্য শব্দ।
বৃষ্টির মতো ঝরে পড়ে ,
আমার কবিতার পরে।
এই প্রশংসায় আমি কুড়িয়ে পাই,
আমার গুনের স্বাদ।
আমার অন্তরের কথা,
ফুটিয়ে তুলি আমি আমার,
কলমের লিখায়।
এই স্বাদে আমি পাই তৃপ্তি।
আমার হয় গর্ব।
আমার হয় অহংকার।
এই স্বাদ কারো থেকে
ধার করা নয় ,
এই স্বাদ আমার,
নিজস্ব সত্তা।
আমার একান্ত সম্পদ।
যত ঝরে এই প্রশংসা বৃষ্টি,
আমার কলমে লিখা হয়,
নতুন সৃষ্টি।
আমার কলম হয় জীবন্ত।
আমার কলম বলে কথা.
আজ আমি করলাম মাথা নত,
আপনাদের তরে,
আপনাদের এই শব্দবৃষ্টিই ,
আমার সম্পদের মূল্য,
এই মূল্য অমূল্য।
মাটি, মানুষের সম্পর্ক।
এই প্রসংশায় নেই কোনো কার্পণ্য,
এই প্রশংসা সম্পূর্ণ,
আমার কবিতার তরে।
আমি আজ পেয়েছি দুটি ডানা,
আনন্দে তাই আকাশে,
উড়ছি মেলে পাখনা।
আমি সংগ্রহ করছি,
আরো সহস্র উপলব্ধি,
আরো শব্দের অলংকার,
তারাই নেবে একদিন কবিতার আকার।
সবশেষে রইলো অজস্র ধন্যবাদ ,
আপনাদের কাছে কাম্য
শুধু একগুচ্ছ আশীর্বাদ।