মা আমার সরল, সোজা,
ঘরের কাজই তাঁর পূজা।
ভালোবাসে মানুষের সাথে মিশতে,
তাদের আপ্যায়ন করতে।
হোয়াটস্যাপ, ফেইসবুক, অতশত বোঝে না,
মানুষ দেখলেই তাঁর ভালোলাগে, কথা বলে।
আমরা মার্ উপর বিরক্ত,
সারাদিন লোকের সাথে কি এত কথা বোলো মা?
আমরা বুঝতে পারি নি.
মা যে আমাদের একাকী।
নেই তাঁর কোনো সাথী।
সে চায় বাঁচতে একাকিত্বের থেকে।
আজ আমরা বড়ো ব্যস্ত।
তাও আমাদের সময় কাটে না।
আমাদের চ্যাট করতে হয়।
ফেইসবুক, হোয়াটস্যাপ এ ডুবে থাকতে হয়.
আমাদের গল্পে প্রাণ নেই.
আমরা একা একা হাসি।
আমাদের দু দণ্ড পাশাপাশি বসে
বাক্য বিনিময় করতে ভালো লাগে না।
আমরা পারি না, আমরা ব্যস্ত।
আমাদের মা কিন্তু পারে,
সবাইর সাথে কথা বলতে,
সবাইকে যত্ন করতে।
তাঁর কোনো পরিশ্রম হয় না.
তাঁর ক্লান্তি নেই।
আমরা ভীষণ ক্লান্ত।
শুয়ে শুয়ে মোবাইল হাতে,
আমরা বন্ধুদের সাথে চ্যাটিং এ ব্যস্ত।
আমাদের গল্পের স্টেটাস আছে.
আমাদের হাতে স্মার্ট ফোন আছে.
আমরা নিতান্তই যান্ত্রিক।
আমাদের মা হলো প্রাণবন্ত।
আজ তাই মাকে বলতে ইচ্ছা করে,
মা তুমি অনন্যা।
তুমি সবার থেকে আলাদা।
এই জীবন বেঁচে নাও মা,
তোমার ইচ্ছা মতো,
যত ইচ্ছা কথা বোলো,
সবার সাথে।
না, আমরা বিরক্ত নোই।
আমরা বুঝেছি, একান্ত সত্য।
তুমি একাকী, একাকিত্ব ভয় পাও।
তাই নিজেকে ব্যস্ত রাখো কথা বলে।
আমরা গর্বিত, তুমি আমাদের মা।
সরল, সোজা, নিরীহ আমাদের মা।